-
টানা ৩ ম্যাচ জিতে সুপার সিক্সে জিম্বাবুয়ে
March 10th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
বুলাওয়ে, ১০ মার্চ: বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ ‘বি’তে থাকা জিম্বাবুয়ে টানা তিন ম্যাচ জিতে সুপার সিক্সে খেলা নিশ্চিত করেছে। আজ জিম্বাবুয়ে তাদের তৃতীয় খেলায় হংকংকে পরাজিত করেছে ৮৯ রানে। ‘বি’ গ্রুপ থেকে আগেই স্কটল্যান্ড সুপার সিক্সে খেলা নিশ্চিত করেছে।
জিম্বাবুয়ে বোলারদের দাপটে ২৬৪ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে হংকং-এর ইনিংস ৪৬.৫ ওভারে ১৭৪ রানে গুটিয়ে যায়। ফলে ৮৯ রানের বড় জয় পায় স্বাগতিক জিম্বাবুয়ে। হংকংয়ের অংশুমান রাথ সর্বোচ্চ ৮৫ রান করেন। এছাড়া মেককেচিনি ১৮, বাবর হায়াত ১৪ ও নিজাকাত খান ১৩ রান করেন।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সিকান্দার রাজা তিনটি এবং গ্রায়েম ক্রেমার, কাইল জার্ভিস ও শেন উইলিয়ামসন দুটি করে উইকেট নেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৯ উইকেটে ২৬৩ রানের লড়াকু স্কোর গড়ে। জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান মাসাকাদজার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৪ রান। এছাড়া জুওয়াও ৪৫, ব্রেন্ডন টেইলর ৪৬, আরবিন ২৫ ও সলোমন মির ২০ রান করেন।
হংকং-এর বোলারদের মধ্যে এহসান নওয়াজ ৪৭ রান খরচায় একাই নেন ৪ উইকেট। এছাড়া এহসান খান ও আইজাজ খান দুটি করে উইকেট নেন।
এ ম্যাচ হেরে যাওয়ায় ৩ খেলায় ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে হংকং।
ম্যাচসেরা হন জিম্বাবুয়ের হ্যামিলটন মাসাকাদজা।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে