-
টিটির দ্বৈতে রুমেল-চঞ্চলের হ্যাটট্রিক শিরোপা জয়
November 5th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৫ নভেম্বর: বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে চলমান ‘মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল’-এর টেবিল টেনিসের (টিটি) দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে জনকন্ঠের রুমেল খান এবং বাংলাদেশের খবরের মাহমুদুন্নবী চঞ্চল জুটি।
আজ ঢাকার পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার টেবিল টেনিসের দ্বৈতের ফাইনালে রুমেল-চঞ্চল জুটি দেশ রূপান্তরের সুদীপ্ত আহমদ আনন্দ এবং বিডিনিউজ ২৪ ডটকমের রুবেল জুবায়ের জুটিকে ১১-৩, ১১-৪ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। এর ফলে এই ইভেন্টে হ্যাটট্রিক শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন রুমেল-চঞ্চল জুটি।
মজার ব্যাপার হলো এই ইভেন্টে আনন্দ-রুবেল জুটিও হ্যাটট্রিক রানার্সআপ হলেন। তৃতীয় হয়েছেন কালের কণ্ঠের শামীম হাসান ও একুশে টিভির আবু হুরায়রা তামিম জুটি।
এছাড়া একই ভেন্যুতে অনুষ্ঠিত টিটির এককে নতুন চ্যাম্পিয়ন হয়েছেন রুবেল জুবায়ের। ফাইনালে তার কাছে ১১-৫, ১১-৬ পয়েন্টে হেরে গতবারের মতোই রানার্স আপ হন মাহমুদুন্নবী চঞ্চল।
এই ইভেন্টে শামীম হাসানকে ১১-৬, ১১-৭ পয়েন্টে হারিয়ে তৃতীয় হন রুমেল খান। উল্লেখ্য, এই ইভেন্টে রুমেল খান ছিলেন টানা তিনবারের চ্যাম্পিয়ন। এবার সেমিতে তাকে ০-১১, ১১-৭, ১২-১০ পয়েন্টে হারান রুবেল জুবায়ের। এতে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়নের স্বপ্ন ভঙ্গ হয় রুমেল খানের।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে