-
টেস্টে ২০০ উইকেট শিকারের ক্লাবে ওয়াগনার
December 28th, 2019স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
মেলবোর্ন, ২৮ ডিসেম্বর: টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট শিকারের ক্লাবে নিজের নাম লিখিয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি মিডিয়াম পেসার নেইল ওয়াগনার। আজ মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে অসি ব্যাটসম্যান স্টিভেন স্মিথকে শিকারের মধ্য দিয়ে এই কীর্তি গড়েন ওয়াগনার।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিজের করা অষ্টম ওভারের চতুর্থ বলে অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য ব্যাটসম্যান স্টিভেন স্মিথকে ব্যাকওয়ার্ড স্কয়ার অঞ্চলে টিম সাউদির ক্যাচে পরিণত করে টেস্টে ২০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন নেইল ওয়াগনার। চলতি টেস্ট সিরিজে চার ইনিংসে চারবারই স্টিভেন স্মিথকে প্যাভিলিয়নে ফেরত পাঠান এই কিউই বোলার।
ওয়াগনার হচ্ছেন টেস্টে ২০০ উইকেটশিকারি নিউজিল্যান্ডের সপ্তম বোলার। আর বিশ্বের ৭৫তম। এর আগে নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলি, ডেনিয়েল ভেট্টোরি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ক্রিস মার্টিন ও ক্রিস কেয়ার্নস টেস্টে ২০০ উইকেট শিকার করেছিলেন।
২০০ উইকেট শিকারের পথে ওয়াগনার ৪ উইকেট নিয়েছে আটবার আর ৫ উইকেট নিয়েছেন নয়বার। টেস্টে তার বেস্ট বোলিং ৭/৩৯। গড় ২৬.৫৮।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে