-
টেস্টে ৪০০ উইকেট শিকারের ক্লাবে ব্রড
March 23rd, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
অকল্যান্ড, ২৩ মার্চ: টেস্ট ক্রিকেট ইতিহাসে ৪০০ উইকেট শিকারের ক্লাবে নাম লিখিয়েছেন ডানহাতি ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড।
গতকাল অকল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনে বল করতে নামার আগে ১১৪ টেস্টে ২০৮ ইনিংসে ৩৯৯ উইকেট শিকার করেছিলেন স্টুয়ার্ট ব্রড। ৪০০ উইকেট শিকারের ক্লাবে নাম লেখাতে মাত্র একটি উইকেট শিকারের প্রয়োজন ছিল এই ডানহাতি ইংলিশ পেসারের।
ব্রড ২৬ রান করা টম লাথামকে ওকসের তালুবন্দী করার মধ্য দিয়ে টেস্টে ৪০০ উইকেট শিকারের ক্লাবে নিজের নাম লেখান স্টুয়ার্ট ব্রড। ব্রড হচ্ছেন ৪০০ উইকেট শিকার করা বিশ্বের ১৫তম বোলার। আর ইংলিশদের মধ্যে দ্বিতীয়। ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ৫২৬ উইকেট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন। ৮০০ উইকেট নিয়ে লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকার শীর্ষে রয়েছেন।
টেস্টে ১৫ বার ৫ উইকেট এবং ২ বার ১০ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন ব্রড। তার বেস্ট বোলিং ৮/১৫।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে