-
ডেভিস কাপ টেনিসে বাংলাদেশের হার
January 30th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৩০ জানুয়ারি: ওমানের মাস্কাটে অনুষ্ঠিত ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া জোন গ্রুপের আজকের খেলায় বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের কাছে ১-২ ম্যাচে পরাজিত হয়। আজ সন্ধ্যা বাংলাদেশ টেনিস ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায়।
আজকের খেলার প্রথম এককে বাংলাদেশের মোহাম্মদ আখতার হোসেন রানা প্রথম সেটে ৫-৪ গেমে এগিয়ে থাকা অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের ওমর আল আওয়াধি অবসর নেন ফলে বাংলাদেশ ১-০ ম্যাচে এগিয়ে যায়। দ্বিতীয় এককে বাংলাদেশের দীপু লাল ২-৬, ২-৬ গেমে প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের ফুহাদ জানাহির বিপক্ষে হেরে যায় ফলে সংযুক্ত আরব আমিরাত ১-১ ম্যাচে খেলায় সমতা ফিরিয়ে আনে।
পরবর্তীতে দ্বৈতের খেলায় বাংলাদেশের অমল রায় ও রঞ্জন রাম জুটি ১-৬, ৩-৬ গেমে সংযুক্ত আমিরাতের ফারেশ ও ফাহাদ এর নিকট হেরে যান। ফলে বাংলাদেশ ১-২ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের নিকট পরাজিত হয়।
উল্লেখ্য, এবারের ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া জোন গ্রুপ-৪’র খেলায় অংশগ্রহণকারী দলসমুহকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে।
গ্রুপ ‘এ’তে রয়েছে সংযুক্ত আরব আমিরাত [১০৩], ইরাক [১১৪], ওমান [১০৯], মায়ানমার [১১২], বাংলাদেশ [১১৬] ও কিরঘিজস্তিান [১২৭] এবং গ্রুপ ‘বি’তে রয়েছে সিঙ্গাপুর [১০৬], তুর্কমেনিস্তান [১১১], মঙ্গোলিয়া [১১৩], বাহরাইন [১১৫], তাজিকিস্তান [১১৭] ও গুয়াম। দুই গ্রুপের দলগুলো রাউন্ড রবিন রিগ পদ্ধতিতে প্রতিযোগিতায় অংশগ্রহনণ করবে এবং প্রতিটি গ্রুপ থেকে দুটি দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে। চূড়ান্ত পর্বে এক গ্রুপের চ্যাম্পিয়ন ও অপর গ্রুপের রানার আপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী দুটি দল গ্রুপ-৪ হতে গ্রুপ-৩তে উন্নীত হবে এবং ২০১৯ সালে ডেভিস কাপ গ্রুপ-৩ প্রতিযোগিতায় অংশ নেবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে