শিরোনাম
ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ... মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে নারী দল...
-
ঢাকায় মালয়েশিয়া টেনিস দল
March 7th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৭ মার্চ: ফ্রেন্ডশিপ টেনিস টুর্নামেন্টে অংশ নিতে বুধবার সকালে ঢাকায় পৌঁছেছে মালয়েশিয়া টেনিস দল। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া টেনিস দলকে ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট ডিরেক্টর এএসএম হায়দার।
আগামী ০৮ ও ০৯ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে এই ফ্রেন্ডশিপ টেনিস টুর্নামেন্ট।
টুর্নামেন্টে অংশ নেয়া দুই দলের খেলোয়াড়রা হলেন:
বাংলাদেশ: অমল রায়, রঞ্জন রাম, দীপু লাল, মোহাম্মদ আখতার হোসেন রানা এবং মো: মোজাহিদুল হক
মালয়েশিয়া: মুহাম্মদ আইমান বিন হামদান, তালহা বিন মোহাম্মদ রাহিজাম, নওফল সিদ্দক বিন কামরুজ্জামান, আজরুল এখসান বিন আজমান এবং মূলিয়াদি বিন জামাল।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে