-
ঢাকা আবাহনীর জয় দিয়ে শুরু
January 18th, 2019ঢাকা আবাহনী ২ : ১ নোফেল
ক্রীড়া প্রতিবেদক, বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা : ১৮ জানুয়ারি ২০১৯ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের একাদশ আসর শুরু করেছে।আজ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ছয়বারের চ্যাম্পিয়নরা ২-১ গোলে নবাগত নোফেল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।জয়ী দলের রুবেল মিয়া ও শিতল এবং বিজয়ী দলের কামরুল গোল করেন।
খেলার ৮ মিনিটে রায়হানের থ্রো থেকে সোহেল রানা বল পেয়ে রুবেলকে দিলে তিনি ব্যাকভলিতে বল জালে জড়িয়ে আবাহনী এগিয়ে নেন।তবে ৪৭ মিনিটে ডিফেন্ডার কামরুলের গোলে নোফেল ম্যাচে ফেরে। দুই দলের লড়াই যথন প্রায় ড্রয়ের পথে হাঁটছিল ঠিক তখনই৮৭ মিনিটে রুবেলের ক্রস থেকে শিতল গোল করে আবাহনীকে জয় এনে দেন।
১৯ জানুয়ারি শনিবার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪ টায় চট্টগ্রাম আবাহনী লিমিটেড মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
অপরদিকে ময়মনসিংহের রফিকউদ্দিন আহমেদ ভুঁইয়া স্টেডিয়ামে বিকেল ৩ টায় সাইফ স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি একে অপরের মুখোমুখি হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ