-
ঢাবি শিক্ষক ক্রিকেট লিগে উত্তাল-৬৯ ও দুর্বার-৭১ জয়ী
January 11th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১১ জানুয়ারি: ঢাবি শিক্ষক ক্রিকেট লিগের দ্বিতীয় দিনের খেলায় জয় পেয়েছে উত্তাল-৬৯ ও দুর্বার-৭১।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনের প্রথম খেলায় উত্তাল-৬৯ ৫ উইকেটে পরাজিত করেছে স্বোপার্জিত স্বাধীনতাকে।
স্বোপার্জিত স্বাধীনতা টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে উত্তাল-৬৯ ৫ উইকেটে ১০৬ রান করে ৫ উইকেটে জয়লাভ করে।
একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় দুর্বার-৭১ ২৫ রানে হারিয়েছে অপরাজেয় বাংলাকে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৭ রান করে দুর্বার-৭১। ১৬৮ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে অপরাজেয় বাংলার ইনিংস ৮ উইকেটে ১৪২ রানে থেমে গেলে ২৫ রানে জিতে যায় দুর্বার-৭১।
আগামীকাল শুক্রবার কোনো খেলা নেই। আগামী ১৩ জানুয়ারি শনিবার একই মাঠে দিনের প্রথম খেলায় দুর্বার-৭১ ও মহান একুশে এবং দ্বিতীয় খেলায় অপরাজেয় বাংলা ও স্বোপার্জিত স্বাধীনতা পরস্পরের মুখোমুখি হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে