-
তবু আশা জিইয়ে রাখলো মোহামেডান
January 19th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৯ জানুয়ারি: স্বাধীনতা কাপ ঢুটবল টুর্নামেন্টে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সাথে ০-০ ড্র করেও কোয়ার্টার ফাইনালে উঠার সম্ভাবনা জিইয়ে রাখলো ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আজ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্পেডিয়ামের ফ্লাডলাইটের ঝলমলে আলোয় কোনো দলই আলো ছড়িযে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। নিস্প্রাণ এ খেলাটি গোলশূল্য ড্র হয়েছে। এর ফলে ‘এ’ গ্রুপের অপর দল লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডেরও শেষ আটে পৌছানোর সম্ভাবনা রয়েছে।
কেননা গ্রুপ পর্বে মোহামেডান ২ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করলেও রহমতগঞ্জ ও শেখ জামাল ১ ম্যাচে ১ পয়েন্ট করে সংগ্রহ করেছে। ফলে ২৪ জানুয়ারি শেখ জামাল যদি রহমতগঞ্জের সাথে জয় পায় তাহলে জামালের সাথে মোহামেডানও কোয়ার্টারে যাবে।
যদি খেলাটি ২-২ গোলে ড্র হয় তাহলে জামাল-রহমতগঞ্জ কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে। যে কারণে কোয়ার্টার ফাইনালে ওঠা নিয়ে জটিল সমীকরণের মুখে পড়েছে ‘এ’ গ্রুপ।
ইতোমধ্যে ২ খেলায় ২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে মোহামেডান।
আগামীকাল শনিবার স্বাধীনতা কাপ ফুটবলের খেলা হবে একটি। বিকেল চারটায় গ্রুপ ‘বি’র ম্যাচে মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র-ব্রাদার্স ইউনিয়ন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে