-
তামিমকে ৫ লাখ টাকা জরিমানার প্রস্তাব
January 1st, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, 0১ জানুয়ারি: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মারকুটে ওপেনার তামিম ইকবালকে ৫ লাখ টাকা জরিমানা করার প্রস্তাব করা হয়েছে। আজ বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা জানান।
এবারের বিপিএলে গত ২ ডিসেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার খেলার পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করা তামিম ইকবাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচ ও মাঠ নিয়ে সমালোচনা করায় তাকে ৫ লাখ টাকা জরিমানা করার প্রস্তাব করা হয়েছে। অবশ্য এর আগে আইসিসি গত সেপ্টেম্বরে মিরপুরের মাঠকে টেস্ট খেলার উপযোগী নয় বলে জানায়।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ভবিষ্যতে মিডিয়ার সামনে কথা বলার ব্যাপারে তাকে সতর্ক করে দেয়া হয়েছে। এ মাসের শেষে তার জরিমানার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এটিআর