শিরোনাম
ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ... মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে নারী দল...
-
তামিমের সেঞ্চুরি
July 22nd, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
গায়ানা, ২২ জুলাই: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। সেইসাথে ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ১০ম সেঞ্চুরির মালিক বনে যান তামিম।
তামিম ইকবাল ৮৭ বলে ৫০ রান পূর্ণ করেন। এরপর ৫৯ বলে পরবর্তী ৫০ রান করেন তামিম।
জোসেফের করা ১০ম ওভারের প্রথম বলটি কাভার অঞ্চলে ঠেলে দিয়ে ১ রান নেয়ার মধ্য দিয়ে ১০০ রান পূর্ণ করেন তামিম। ১৪৬ বল মোকাবেলায় ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ওই রান করেন তামিম।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে