-
তামিম-সাকিবদের নতুন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো
August 28th, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৮ আগস্ট: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন ফিজিও নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতালিয়ার বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান জুলিয়ান ক্যালেফাতোকে ২ বছরের জন্য ফিজিও হিসেবে দায়িত্ব দিয়েছে বিসিবি। ২৭ আগস্ট মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায় বিসিবি।
বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এক বিবৃতিতে নতুন ফিজিও সম্পর্কে বলেন, ‘জুলিয়ান জাতীয় ক্রিকেট দলের জন্য তার অভিজ্ঞতার সর্বোচ্চটুকু দেবেন বলে আমরা আশা করছি এবং ক্রিকেটারদের ইনজুরি ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবেন।’
এর আগে জুলিয়ান ইংলিশ কাউন্টি ক্লাব গ্লস্টারশায়ার, ডার্বিশায়ার ও দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন প্রভিন্স কেপ কোবরাস ক্লাবে ফিজিওর দায়িত্ব পালন করেন। আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ সিরিজের টেস্টের আগেই তিনি দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
সাবেক ফিজিও তিহান চন্দ্র মোহনের স্থলাভিষিক্ত হচ্ছেন জুলিয়ান ক্যালেফাতো।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে