-
তায়কোয়ানডোয় চট্টগ্রামের শ্রেষ্ঠত্ব অর্জন
March 13th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৩ মার্চ ২০১৮: জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে বাংলাদেশ যুব গেমসের তায়কোয়ানডোয় চট্টগ্রাম বিভাগ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তারা ৭টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ জয় করে এ কৃতিত্ব দেখায়।
আজ মঙ্গলবার তায়কোয়ানডোয় বালক মাইনাস ৫১ কেজিতে স্বর্ণ পদক জয় করেন রংপুর বিভাগের মামুনুর রশিদ। এ ওজন শ্রেণিতে ঢাকা বিভাগের মো. শেখ সাদি রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছেন রাজশাহী বিভাগের মো. সবুজ শেখ ও রংপুরের নাঈম ইসলাম।
বালক মাইনাস ৫৫ কেজি ওজন শ্রেণিতে ঢাকার মো. ইলিয়াস স্বর্ণ, ঢাকার মো. মাহবুবুর রহমান রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন রাজশাহীর ফয়সাল উদ্দিন ও চট্টগ্রামের নাফিউল আলম।
বালিকা মাইনাস ৪৬ কেজি ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন ঢাকার খাতুনে জান্নাত এশা। এতে রৌপ্য জিতেন চট্টগ্রামের নৌরিন হুদা অমি এবং ব্রোঞ্জ পেয়েছেন চট্টগ্রামের ফিরোজা রাগিব ও ময়মনসিংহের সুরাইয়া আক্তার।
বালিকা মাইনাস ৪৯ কেজিতে চট্টগ্রামের ইসরাত জাহান রিয়া স্বর্ণ, জান্নাতুল তামান্না তাবাচ্ছুম রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছেন ঢাকার সাবিনা আক্তার ও ময়মনসিংহের মজিদা আক্তার মলি।
বালিকা দ্বৈতে চট্টগ্রামের ইসরাত জাহান রিয়া ও সাবিহা সুলতানা রিমি জুটি স্বর্ণ জিতেন। তবে রৌপ্য ও বোঞ্জ জয় করেন যথাক্রমে ঢাকা ও ময়মনসিংহ। বালক দ্বৈতে স্বর্ণ জিতেছেন খুলনার সোহাগ কুমার চয়ন ও ফাহিম আহম্মেদ জুটি। অপরদিকে রৌপ্য ও বোঞ্জ পেয়েছেন রাজশাহী, ঢাকা ও রংপুর।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ