-
তৃতীয় ওয়ানডে’র বাংলাদেশ দল ঘোষণা, ফিরেছেন সৌম্য
March 4th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৪ মার্চ: ওপেনার সৌম্য সরকারকে যোগ করে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সন্ধ্যা বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায়।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলই বহাল রেখেছে বিসিবি। শুধুমাত্র সৌম্য সরকারকে দলে নেয়া হয়েছে। ইতোমধ্যে প্রথম দু’টি ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে মাশরাফি বাহিনী।
আগামি ৬ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। দুপুর ১.০০টায় শুরু হবে খেলাটি।
১৬ সদস্যের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মাহামুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, মো: মিথুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, নাইম শেখ, আল আমিন হোসেন, সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে