-
তৃতীয় বিভাগ ফুটবলের দুটি খেলাই ড্র
January 24th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৪ জানুয়ারি: তৃতীয় বিভাগ ফুটবল লিগের আজ বুধবারের দু’টি খেলাই ড্র হয়েছে। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে যাত্রাবাড়ী ঝটিকা সংসদ ও দিপালী যুব সংঘের মধ্যকার দিনের প্রথম খেলাটি ২-২ গোলে ড্র হয়। প্রথমার্ধে খেলাটি ১-১ ড্র ছিল।
২২ মিনিটে মো: রুনি হায়দারের গোলে ১-০তে এগিয়ে যায় দিপালী যুব সংঘ। ৩০ মিনিটে যাত্রাবাড়ী ঝটিকা সংসদের স্ট্রাইকার মো: জীবন মিয়া গোল করে সমতা আনেন (১-১)।
৪৭ মিনিটে আফসার আকিব জাবেদ গোল করলে ২-১ গোলের লিড নেয় যাত্রাবাড়ী ঝটিকা সংসদ। ৭৮ মিনিটে দিপালী যুব সংঘের হোসাইন আহমেদ আরিফ গোল করে সমতা আনেন (২-২)। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ২-২ গোলে ড্র হয় ম্যাচটি।
একই মাঠে উত্তরা ফ্রেন্ডস ক্লাব ও মীর হাজীরবাগ স্পোর্টিং ক্লাবের মধ্যকার দিনের দ্বিতীয় ০-০ ড্র হয়।
আগামীকাল একই মাঠে দুপুর ১২-১৫টায় মুখোমুখি হবে সিটি ইউনাইটেড ক্লাব-সিদ্দিকবাজার ঢাকা জুনিয়র স্পোর্টিং ক্লাব এবং বেলা ২-৪৫টায় লড়বে ফকিরেরপুল সূর্যতরুণ সংঘ -টাঙ্গাইল ফুটবল একাডেমি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে