-
তৃতীয় বিভাগ ফুটবলে মুসলিম ইনস্টিটিউটের জয়
January 23rd, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৩ জানুয়ারি: তৃতীয় বিভাগ ফুটবল লিগে আজ ‘খ’ গ্রুপের দুটি খেলা অনুষ্ঠিত হয়। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দুপুরে দিনের প্রথম খেলায় দি মুসলিম ইনস্টিটিউট ১-০ গোলে পরাজিত করেছে লালবাগ স্পোর্টিং ক্লাবকে।
বিজয়ী দলের স্ট্রাইকার মো: মোমেন শেখ ২৩ মিনিটে জয়সূচক গোলটি করেন।
একই মাঠে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড যুবদল ও নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাবের মধ্যকার দিনের দ্বিতীয় খেলাটি ১-১ গোলে ড্র হয়।
৪০ মিনিটে মো: শাওন ইসলামের গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব।
৬৬ মিনিটে মো: ফয়সালের গোলে সমতা আনে সাইফ স্পোর্টিং। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয় খেলাটি।
আগামীকাল বুধবার একই মাঠে দুপুর ১২-১৫টায় যাত্রাবাড়ী ঝটিকা সংসদ-দিপালী যুব সংঘ এবং বেলা ২-৪৫টায় উত্তরা ফ্রেন্ডস ক্লাব-মীর হাজীরবাগ স্পোর্টিং ক্লাব পরস্পরের মোকাবেলা করবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে