-
তৃতীয় মহিলা বিচ ফুটবলে ব্রাজিল চ্যাম্পিয়ন
July 4th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
কক্সবাজার, ৪ জুলাই: ‘ওয়ালটন তৃতীয় মহিলা বিচ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। গতকাল মঙ্গলবার লাবনী পয়েন্টে অনুষ্ঠিত ফাইনালে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে ব্রাজিল। ফাইনালে উভয় দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত ১ গোলের ব্যবধানে জয় পায় ব্রাজিল। এই ম্যাচ দেখতে লাবনী পয়েন্টে বিপুল দর্শকের সমাগম ঘটে।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ব্রাজিলকে ৩০ হাজার ও রানার আপ দল ফ্রান্সকে ২০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেকটি দলকে ৫ হাজার টাকা করে অংশগ্রহণ ফি দেওয়া হয়।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার এর পুলিশ সুপার মো. জিল্লুর রহমান। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপুসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
কক্সবাজার জেলার ৮টি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। বিশ্বকাপে অংশ নেওয়া ৮টি দলের ছায়া নামানুসারে দলগুলো ছিল- জার্মানি, আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স, জাপান ও পর্তুগাল।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে