-
তৃতীয় রাউন্ডে ফেদেরার
August 29th, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ওয়াশিংটন, ২৯ আগস্ট: ইউএস ওপেন টেনিসের তৃতীয় রাউন্ডে উঠেছেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার। আর্থার অ্যাশ স্টেডিয়ামে সনিয়ান তারকা দামির জুমহুরকে ৩-১ সেটে হারিয়ে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে পা রাখেন রজার ফেদেরার।
দামির জুমহুরের বিপক্ষে লড়াইয়ে পাঁচবারের ইউএস ওপেন জয়ী সুইস তারকা প্রথম রাউন্ডে হেরে যান ৩-৬ গেমে। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরবর্তী তিন সেট জিতেন ৬-২, ৬-৩, ৬-৪ গেমে। ফলে ৩-১ সেটের দারুণ জয়ে তৃতীয় রাউন্ডে উন্নীত হন ফেদেরার।
শুরুতে নিজের সাধ্যমতো খেলতে পারছিলেন না সাবেক নাম্বার ওয়ান ফেদেরার। ৯৯তম বাছাই জুমহুরের মতো তারকার বিপক্ষে প্রথম সেটে ১৭টি আনফোর্সড ভুল করেন এই তিন নাম্বার বাছাই। অবশ্য পরের সেটেই স্বরূপে ফিরেন ৩৮ বছর বয়সী তারকা।
ফ্ল্যাশিং মিডোসের তৃতীয় রাউন্ডে ফেদেরার মুখোমুখি হবেন ব্রিটেনের ড্যান ইভান্স বা ফরাসি তারকা লুকাস পুয়েই’র বিপক্ষে। বুধবার (২৮ আগস্ট) ড্যান বনাম লুকাসের ম্যাচটি হওয়ার কথা থাকলেও নিউইয়র্কের বৃষ্টিতে তা ভেসে যায়। সময় পেছানোয় বৃহস্পতিবার (২৯ আগস্ট) কোর্টে নামবেন ড্যান-লুকাস।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে