-
ত্রিদেশীয় সিরিজ : তিন দলই ফেবারিট
January 14th, 2018ক্রীড়া প্রতিবেদক :
মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ সোমবার থেকে স্বাগতিক বাংলাদেশ, সফরকারী শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। সিরিজে টাইগাররা ফেবারিট হিসেবে মাঠে নামলেও তিন দলের সামনেই নিজেদেরকে প্রমাণ ও পুনর্গঠনের সুযোগ রয়েছে।কারণ বাংলাদেশ সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে হতাশাজনক পারফরম্যান্স করেছে। এ সিরিজে কোচ বিহীন স্বাগতিক দলকে অতীত ভুলে গিয়ে নতুন ভাবে নিজেদেরকে মেলে ধরতে হবে। শ্রীলঙ্কা নিজেদের ক্রিকেট ইতিহাসে গত বছর সবচেয়ে খারাপ একটি বছর কাটিয়েছে। তাই লঙ্কানরা এ সিরিজ দিয়ে পুনরায় ঘুরে দাঁড়াতে চাইছে। জিম্বাবুয়ে এ সিরিজ দিয়েই আগামী মার্চে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাই পর্বের জন্য প্রস্তুত হতে চায়। কাজেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের মধ্য দিয়েই পুনর্গঠিত হতে চায় তিন দলই।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ গত অক্টোবরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজিত হওয়ার পর প্রথম হোম সিরিজ খেলতে নামছে। দক্ষিণ আফ্রিকা সফরে বড় পরাজয়ের পর এখন তাদেরকে আবার জয়ের ধারায় ফিরতে হবে। কিভাবে আরো ভাল করা যায় সে পথ খুঁজে বের করতে হবে।
এদিকে শ্রীলঙ্কার ক্রিকেটে টালমাটাল অবস্থা চলছে। গত বছর ভারত ও জিম্বাবুয়ের সাথে ঘরের মাঠে হাতাশাজনকভাবে একটি বছর কাটানোর পর সমস্যা জর্জরিত একটি দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে।
পক্ষান্তরে আন্ডারডগ জিম্বাবুয়ে আগামী মার্চে বিশ্বকাপ বাছাই পর্ব আয়োজনের আগে নিজেদরকে নতুনভাবে প্রমান করতে চায় এ সিরিজে।
বাংলাদেশ দল :
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিথুন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, আবুল হাসান রাজু, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, সানজামুল ইসলাম।শ্রীলঙ্কা :
এ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), উপুল তারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিজ, দিনেশ চান্ডিমাল, কুসল জেনিথ পেরেরা, ধিসারা পেরেরা, আসেলা গুনারতেœ, রিনোশান ডিকবেলা, সুরঙ্গ লাকমাল, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, শেহান মাদুশানাকা, আকিলা ধনঞ্জয়া, লক্ষন সান্দাকান, বানিদু হাসারাঙ্গা।জিম্বাবুয়ে :
গ্রায়েম ক্রেমার (অধিনায়ক),হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মির, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, রায়ান মাওে, টেন্ডাই চিসোরো, ব্রেন্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ক্রিস্টোফার মোফু, টেন্ডাই চাতারা, কাইল জার্ভিস।বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ