শিরোনাম
হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়... প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন হাসান... বারিধারাকে হারিয়ে কিংসের জয়... নিজের সেরাটাই দিতে চান সাইফুদ্দিন... ৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন... প্রথম ধাপের করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ... বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১৩ জানুয়ারি শুরু... বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সময় পরিবর্তন... জার্সি উন্মোচন করলো বাংলাদেশ চেস এরিনা... বসুন্ধরা কিংসের শিরোপা অক্ষুন্ন...
-
দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ বাউচার
December 14th, 2019স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
কেপ টাউন, ১৪ ডিসেম্বর: মার্ক বাউচারকে দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ২০২৩ সাল পর্যন্ত প্রোটিয়া দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অন্তর্বর্তীকালীন ক্রিকেট ডিরেক্টর সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ আজ বাউচারকে কোচ নিয়োগ দানের ঘোষণা দেন।
খেলোয়াড়ী জীবনে দক্ষিণ আফ্রিকার হয়ে ১৪৬ টেস্ট, ২৯০ ওয়ানডে ও ২৫টি টি-২০ ম্যাচ খেলেছেন ৪৩ বছর বয়সী বাউচার।
এর আগে দলের অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা এবং সম্প্রতি ভারত সফরে কোচের দায়িত্ব পালন করা এনোচ এনকুয়েকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ২০২৩ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন এনকুয়ে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে