শিরোনাম
অভিষেকেই আর্চারের ৩ উইকেট: মুম্বাইয়ের সংগ্রহ ১৬৭ রান... ক্লাব কাপ হকির শিরোপা অক্ষুণ্ন ঢাকা আবাহনীর... হায়দরাবাদকে হারিয়ে শীর্ষে চেন্নাই... টস জিতে ব্যাটিংয়ে মুম্বাই... রাইদু-রায়নার অর্ধশতকে ১৮২ রান সংগ্রহ চেন্নাইয়ের... মঙ্গলবার থেকে মাঠে গড়াচ্ছে জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল... টস জিতে ফিল্ডিংয়ে হায়দরাবাদ... মন্টে কার্লোর ফাইনালে নাদাল... ডিএল মেথড নিয়ে কার্তিকের ক্ষোভ... চ্যাম্পিয়ন হলে বিশেষ পুরস্কার: প্রীতি জিনতা...
-
দক্ষিণ এশিয়ান মহিলা হ্যান্ডবলে বাংলাদেশ তৃতীয়
April 3rd, 2018ক্রীড়া ডেস্ক , বিডিস্পোর্টস২৪ডটকম
লখনৌ, ৩ এপ্রিল ২০১৮ : দক্ষিণ এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তৃতীয় হয়েছে।আজ মঙ্গলবার লাল-সবুজের দল ১১-২৭ গোলে স্বাগতিক ভারতের কাছে হেরে যায়। বিজয়ী দল প্রথমার্ধে ১২-১ গোলে এগিয়ে ছিল। ভারতের বিপক্ষে বাংলাদেশের রুবিনা ৪টি, সুমি ৩টি ও শিল্পী ২টি করে গোল করেন।
এর আগে বাংলাদেশ উদ্বোধনী দিনে ৪৪-৩ গোলে হারিয়েছিল ভুটানকে। ৩৫-৯ গোলে আফগানিস্তানকে পরাজিত করে। নেপালের কাছে অবশ্য ১৭-২৬ গোলে হেরে যায়।
ভারতের লখনৌ দক্ষিণ এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে পাঁচটি দল অংশগ্রহন করে। স্বাগতিক ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের চার ম্যাচে দুটি জয় ও দুটি ম্যাচে হেরেছে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ