-
দাবার প্রথম রাউন্ড শনিবার শুরু
March 9th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ডটকম
ঢাকা, ৯ মার্চ ২০১৮ : বাংলাদেশ যুব গেমসের অন্যতম ডিসিপ্লিন দাবা ১০ মার্চ শনিবার বোর্ডে গড়াচ্ছে। পাঁচ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৭ বয়সি প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।সকাল দশটায় জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবনের তৃতীয় তলার দাবা কক্ষে প্রথম রাউন্ডের খেলা শুরু হবে। ১০-১২ মার্চ তিনদিনব্যাপী স্ট্যান্ডার্ড দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর পর ১৩ মার্চ দিনব্যাপী দলগত রাপিড দাবা প্রতিযোগিতায় বিভাগীয় দলগুলো অংশ নেবে। আজ শুক্রবার খেলোয়াড়দের রিপোর্টিং ও ম্যানেজার্স মিটিং ছিল।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম বলেন, দাবা ডিসিপ্লিনটিকে আমরা দুটি বয়সভিত্তিক গ্রুপে ভাগ করেছি। প্রতিটি বিভাগের খেলোয়াড় ও দল দাবা ডিসিপ্লিনে অংশ নিচ্ছে।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ