-
দাবা অন্ত:প্রাণ আসাদুজ্জামান অনুশীলন সাহিত্য পরিষদ ঢাকা বিভাগের সভাপতি নির্বাচিত
September 23rd, 2019স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪.কম
ঢাকা : ২৪ সেপ্টেম্বর ২০১৯দাবা অন্ত:প্রাণ সংগঠক ও সাহিত্যকর্মী কবি মো. আসাদুজ্জামান অনুশীলন সাহিত্য পরিষদের ঢাকা বিভাগের সভাপতি নির্বাচিত হয়েছেন।
পেশায় একজন পুলিশ কর্মকর্তা হলেও তিনি একজন আধুনিক কবি হিসেবেও পরিচিত।এরই মধ্যে তার তিনটি কবিতার বই প্রকাশিত হয়েছে।একক কাব্যগ্রন্থগুলো হচ্ছে ব্যাসার্ধ থেকে ব্যাস, মেঘের আত্মহনন এবং বর্ণলেপন।
শুধু তাই নয়, সেই সাথে তিনি একজন দাবা অন্ত:প্রাণ সংগঠক ও আন্তর্জাতিক রেটেড খেলোয়াড়ও বটে।বর্তমানে এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।ঘরোয়া ক্রীড়াঙ্গনে তার প্রতিষ্ঠিত দু’টি দাবা ক্লাবও রয়েছে।
মো. আসাদুজ্জামান বর্তমানে সিআইডি’র সহকারী পুলিশ সুপার পদে কর্মরত রয়েছেন।দাবা ও কবিতার বাইরে তিনি একজন টেনিস ও টেবিল টেনিসের দক্ষ খেলোয়াড়।
নানা গুণে গুণান্বিত মো. আসাদুজ্জামান তার নতুন দায়িত্ব পালনে সফল হবেন এমনটাই প্রত্যাশা করছেন সবাই।
বিডিস্পোর্টস২৪.কম/এমএ