-
দিল্লীতে জিয়া জিতেই চলেছেন
January 12th, 2018ক্রীড়া প্রতিবেদক :
সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ১৮তম দিল্লী ওপেন আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতায় জিতেই চলেছেন। শুধু তাই নয়, টানা পাঁচ জয় তিনি এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।আজ শুক্রবার ভারতের দিল্লীতে পঞ্চম রাউন্ডে জিয়া তাজিকিস্তানের এক নম্বর সিডেড খেলোয়াড় গ্র্যান্ডমাস্টার আমানাতভ ফারুককে পরাজিত করেন। জিয়া কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স অবলম্বন করে ফারুকের রিক্টর রজার বিশ্লেষনের ধারার বিপক্ষে খেলে ২৩ চালে জয়ী হন।
এদিকে তাহসিন তাজওয়ার জিয়া ২ পয়েন্ট এবং মিজানুর রহমান এক পয়েন্ট পেয়েছেন। কিন্ত মো. আবুল কাশেম এখনো পয়েন্টের মুখ দেখেননি। এ রাউন্ডে তাহসিন ভারতের ওমনডোনকা লিওন লুকের সাথে ড্র করেন। মিজান নেপালের হেমাল মানিষের কাছ ও কাশেম ভারতের ভি রিনদিয়ার কাছে পরাজিত হয়েছেন।
আজ বাংলাদেশ সময় সন্ধ্যায় ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হয়। ষষ্ঠ রাউন্ডে জিয়া ভারতের গ্র্যান্ডমাস্টার দীপ সেনগুপ্তের মোকাবেলা করবেন।
একই ভেন্যুতে রেটিং ‘বি’ ক্যাটাগরি দাবা প্রতিযোগিতায় ১০ ম্যাচে যদুনাথ বিশ্বাস ৬ পয়েন্ট নিয়ে ২১৪তম, মো. শহীদুল ইসলাম ৫ পয়েন্ট নিয়ে ৩৭১তম, মো. কমল হোসেন খান ৪.৫ পয়েন্ট নিয়ে ৪৮৯তম এবং মো. টিপু সুলতান ৪ পয়েন্ট নিয়ে ৫৫৫তম হন। এ আসরে ৮ টি দেশের ৭৮৩জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ