-
দিল্লী গ্র্যান্ডমাস্টার দাবায় জিয়া শীর্ষে
January 11th, 2018ক্রীড়া প্রতিবেদক :
সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান টানা চার জয় নিয়ে ১৮তম দিল্লী ওপেন আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতায় এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছেন।আজ বৃহস্পতিবার ভারতের নয়া দিল্লীতে জিয়া ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ট্রান তুয়ান মিনকে পরাজিত করেন। জিয়া সাদা ঘুঁটি নিয়ে ট্রমপোস্কি এ্যাটাক পদ্ধতিতে খেলে ৪৩ চালে জয়ী হন। এর আগে বুধবার রাতে তিনি তৃতীয় রাউন্ডে ভারতের ভাম্বুরে শান্তানুকে পরাজিত করেন। এছাড়া জিয়া প্রথম রাউন্ডে শ্রীলঙ্কার কাবিন্দা আকিলাকে ও দ্বিতীয় রাউন্ডে ভারতের কুমার গৌরবকে পরাজিত করেন।
এদিকে তাহসিন তাজওয়ার জিয়া দেড় পয়েন্ট ও মো. মিজানুর রহমান ১ পয়েন্ট সংগ্রহ করেছেন। তবে মো. আবুল কাশেম এখনো পয়েন্টের মুখ দেখেননি। চতুর্থ রাউন্ডে তাহসিন ভারতের সপ্তর্ষি গুপ্তার সাথে ড্র করেন। কাশেম ভারতের মানিষ আন্ত ক্রিস্টিয়ানোর কাছে হেরে যান। মিজানুর ওয়াকওভার দিয়েছেন।
এ প্রতিযোগিতায় ২৩টি দেশের ১৮জন গ্র্যান্ডমাস্টার ২জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ২০জন আন্তর্জাতিক মাস্টার ও ৬জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ৩১৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন।
এদিকে একই ভেন্যুতে অনুষ্ঠানরত রেটিং ‘বি’ ক্যাটাগরি দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ড শেষে মো. শহীদুল ইসলাম ৪ পয়েন্ট, যদুনাথ বিশ্বাস, মো. টিপু সুলতান ও মো. আকমল হোসেন খান তিন পয়েন্ট করে পেয়েছেন। বি ক্যাটাগরি দাবায় ৮টি দেশের ৭৮৩ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ