-
দ্বিতীয় জয় পেলো কোয়েটা
March 1st, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
শারজাহ, ১ মার্চ: পাকিস্তান সুপার লিগে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। গতকাল রাতে তারা ৬ উইকেটে পরাজিত করেছে ইসলামাবাদ ইউনাইটেডকে।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইসলামাবাদ ইউনাইটেড ৭ উইকেটে ১৩৪ রান করে। ওপেনার লুক রঞ্চির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৩ রান। তার ২৬ বলের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কার মার রয়েছে।
এছাড়া অধিনায়ক মিসবাহ-উল-হক ২২ ও ফাহিম আশরাফ ২১ রান করেন।
১৩৫ রান তাড়া করতে নেমে ১৭ বল বাকি থাকতেই ৪ উইকেটে ১৩৫ রান স্কোরবোর্ডে জমা করে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ৪ নম্বরে ব্যাট করতে নেমে ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনের ৩৪ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে জয় অনেকটা সহজ হয়ে যায়। সেই সাথে আসাদ শফিকের ১৬ বলে ২২ রান, মোহাম্মদ নওয়াজের অপ: ২৫ ও সরফরাজ আহমেদের অপ: ৭ রানে জয়ের বন্দরে পৌঁছে কোয়েটা।
ম্যাচসেরা হন বিজয়ী দলের কেভিন পিটারসেন।
এ ম্যাচ জেতায় ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কোয়েটা। অপরদিকে ৩ খেলায় ইসলামাবাদের সংগ্রহ ২ পয়েন্ট।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে