-
দ্বিতীয় জয় পেলো শেখ জামাল
March 2nd, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২ মার্চ: পেশাদার ফুটবল লিগে নিজেদের তৃতীয় ম্যাচে এসে দ্বিতীয় জয়ের মুখ দেখেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় বাল্লু ফামুসার জোড়া গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
২২ মিনিটে বাল্লু ফামুসার গোলে ১-০তে লিড নেয় শেখ জামাল। ৩৫ মিনিটে আরামবাগের এলিটা কিংসলে গোল করে সমতা আনেন (১-১)।
প্রথমার্ধের শেষদিকে অর্থাৎ ৪৫ মিনিটে বাল্লু ফামুসার গোলে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকে শেখ জামাল।
৫৯ মিনিটে শেখ জামালের সলোমন আরামবাগের জালে বল পাঠালে ৩-১ গোলে লিড নেয় শেখ জামাল।
৭৬ মিনিটে ওমরের গোলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।
এ ম্যাচ জয়ের ফলে ৩ খেলায় শেখ জামালের সংগ্রহ ৬ পয়েন্ট। অপরদিকে ৪ খেলায় আরামবাগের সংগ্রহ ৪ পয়েন্ট।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে