-
দ্বিতীয় জয় পেল হোবার্ট হারিকেনস
January 4th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
হোবার্ট, ০৪ জানুয়ারি: বিগ ব্যাশ লিগে নিজেদের চতুর্থ ম্যাচে এসে দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে হোবার্ট হারিকেনস। আজ নিজেদের মাঠে হোবার্ট হারিকেনস ৭ রানে পরাজিত করেছে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে। অপরদিকে অ্যাডিলেড স্ট্রাইকার্স চতুর্থ ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেয়েছে।
টস জিতে হোবার্ট হারিকেনস প্রথমে ব্যাট করতে নেমে শর্ট-এর ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৮৩ রানের বড় স্কোর গড়ে। শর্ট ৫৮ বলে ৯ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৯৬ রান করে আউট হন। এছাড়া ডোলান ২৯ ও ম্যাকডারমট ১৮ রান করে আউট হন। এছাড়া ম্যাথু ওয়েড ১৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন।
অ্যাডিলেড স্ট্রাইকার্স-এর বোলারদের মধ্যে স্টানল্যাক ও রশিদ খান দুটি করে উইকেট নেন।
১৮৪ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অ্যাডিলেড স্ট্রাইকার্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রানে থামলে ৭ রানে জিতে যায় হোবার্ট হারিকেনস। অ্যাডিলেড স্ট্রাইকার্স-এর ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৬৬ রান করেন ইনগ্রাম। এছাড়া ট্রাভিস হেড ৪৪ ও ওয়েলসের ২৮ রান উল্লেখযোগ্য।
হোবার্ট হারিকেনস-এর বোলারদের মধ্যে আর্চার একাই শিকার করেন ৩ উইকেট। এছাড়া রোজ ও মিলস একটি করে উইকেট নেন।
ম্যাচ সেরা হন বিজয়ী দলের শর্ট।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে