-
দ্বিতীয় বিভাগ দাবা লিগ শুরু
September 12th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১২ সেপ্টেম্বর: আজ বুধবার থেকে শুরু হয়েছে ‘মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগ’। আটদিনব্যাপী এই প্রতিযোগিতা ১৯ সেপ্টেম্বর শেষ হবে।
সকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা ক্রীড়া কক্ষে লিগের উদ্বোধন করেন প্রধান অতিথি ওয়ালটন গ্রুপের এডিশনাল অপারেটিভ ডিরেক্টর (হেড অব মার্সেল) ড. মো. শাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে.এম শহীদউল্যা, ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা এবং আন্তর্জাতিক রেফারি হারুন অর রশিদ।
এবারের এই প্রতিযোগিতায় ৩০টি দলের হয়ে ১৮০ জন দাবাড়ু অংশ নিয়েছেন। প্রত্যেক দলে ৪ জন নিয়মিত ও ২ জন অতিরিক্ত খেলোয়াড় রয়েছে। লিগের খেলা ৮ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল আগামী ২০১৯ সালের প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পাবে।
এই লিগে ৫০ হাজার টাকার প্রাইজমানি থাকছে। তার মধ্যে চ্যাম্পিয়ন দল ২৫ হাজার, রানার্স-আপ দল ১৫ হাজার ও তৃতীয় স্থানধারী দল ১০ হাজার টাকা পাবে। এ ছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে