-
দ্বিতীয় স্থানে উঠে এলেন জিয়া
January 14th, 2018ক্রীড়া প্রতিবেদক :
সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাড়ে ছয় পয়েন্ট নিয়ে ১৮তম দিল্লী ওপেন আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ড শেষে ৪ জনের সাথে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন।এদিকে তাহসিন তাজওয়ার জিয়া ৩ পয়েন্ট, মিজানুর রহমান ২ পয়েন্ট ও মো. আবুল কাশেম ১ পয়েন্ট সংগ্রহ করেছেন।
ভারতের নয়াদিল্লীতে আজ রোববার জিয়া (রেটিং-২৪৭২) এ আসরের পাঁচ নম্বর সিডেড খেলোয়াড় রাশিয়ার গ্র্যান্ডমাস্টার রোজুম ইভানকে (রেটিং-২৫৮৫) পরাজিত করেন। জিয়া কালো ঘুঁটি নিয়ে ইভানের ইংলিশ ওপেনিংয়ের বিরুদ্ধে ৫১ চালে জয়ী হন।
এদিন কাশেম নেপালের মাহারজন দিপককে পরাজিত করেন। তাহসিন ভারতের তরুন কানইয়ামারালার কাছে ও মিজান ভারতের আরিয়ান রঞ্জনের কাছে পরাজিত হয়েছেন।
আগামীকাল সোমবার নবম রাউন্ডে জিয়া নেদারল্যান্ডের গ্র্যান্ডমাস্টার সের্গেই তিভিয়াকভের সাথে মোকাবেলা করবেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ