-
দ্রুত ৫০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে মোস্তাফিজ
January 24th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৪ জানুয়ারি: ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুত ৫০ উইকেট শিকারের রেকর্ডের দ্বারপ্রান্তে রয়েছেন বাংলাদেশের তরুণ বাহাতি পেসার মোস্তাফিজুর রহমান। এই রেকর্ড থেকে আর মাত্র ১ উইকেট দূরে রয়েছেন মোস্তাফিজ। আগামীকাল শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে ১ উইকেট নিজের ঝুলিতে নিলেই বাংলাদেশের হয়ে দ্রুত ৫০ উইকেট শিকারের নজির গড়বেন টাইগার এই কাটার মাস্টার।
আগামীকাল শ্রীলংকার বিপক্ষে মাঠে নামার আগে ওয়ানডেতে ২৫ ম্যাচে ২৪ ইনিংসে ১১৯৬টি বল করে ৯৩৬ রান খরচায় ৪৯ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। তার বেস্ট বোলিং ৬/৪৩। গড় ১৯.১০। এর মধ্যে ৪ উইকেট নিয়েছেন একবার আর পাঁচ উইকেট নিয়েছেন তিনবার।
আগামীকাল ১ উইকেট শিকার করতে পারলে বাংলাদেশের মধ্যে দ্রুত ৫০ উইকেট শিকারের মালিক হলেও, বিশ্বের মধ্যে সপ্তম বোলার হবেন মোস্তাফিজুর।
১৯ ম্যাচে ৫০ উইকেট শিকারের তালিকায় শীর্ষে রয়েছেন লংকান ক্রিকেটার অজন্তা মেন্ডিস। ২৩ ম্যাচে ৫০ উইকেট শিকার করে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের অজিত আগারকার ও নিউজিল্যান্ডের মিচেল ম্যাকক্লেনাঘান।
২৪ ম্যাচে ৫০ উইকেট শিকার করে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেনিস লিলি ও পাক পেসার হাসান আলী।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে