-
ধোনি-রায়নাদের সঙ্গে দুবাই যাচ্ছেন না হরভজন
August 20th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
চেন্নাই, ২০ আগস্ট: ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের শুরু হচ্ছে টি-২০ ক্রিকেটের সবচাইতে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলে অংশ নিতে ২১ আগস্ট শুক্রবার দুবাইয়ের উদ্দেশ্য দেশ ছাড়বে অন্যতম শক্তিশালী দল চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা। কিন্তু এদিন দলের সাথে যাচ্ছেন না অফস্পিনার হরভজন সিং।
আজ বৃহস্পতিবার থেকেই আইপিএল খেলার উদ্দেশে মরু শহরে পাড়ি দিতে শুরু করেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি৷ এদিন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে রাজস্থান রয়্যালস এবং কিংস ইলেভেন পঞ্জাব৷ করোনা ভাইরাসে সতর্কতা হিসেবে পিপিই কিট পরে বিমানে চড়েন রয়্যালস ক্রিকেটাররা৷ তবে শুধু মাস্ক পরেই বিমানে ওঠেন কিংস ইলেভেন পঞ্জাবের ক্রিকেটাররা।
শুক্রবার আইপিএল খেলতে আরব আমিরাতের উদ্দেশে যাত্রা শুরু করবেন সিএসকে ক্রিকেটাররা৷ দুবাইয়ে বেস ক্যাম্প হচ্ছে ধোনিদের৷ ফলে শুক্রবার দুপুর ১২.৪৫ মিনিটে দুবাইয়ের বিমান ধরার কথা সুপার কিংস ক্রিকেটারদের৷ কিন্তু এদিন দলের সঙ্গে যাচ্ছে না সিএসকে অফ-স্পিনার হরভজন সিং৷ ব্যক্তিগত কারণে তিনি সপ্তাহ দুয়েক পরে দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।
সিএসকে-র এক আধিকারিক পিটিআই-কে জানিয়েছেন, ‘হরভজন সিং ব্যক্তিগত কারণে শুক্রবার দলের সঙ্গে দুবাই যাচ্ছে না৷ ও দু’ সপ্তাহের মধ্যে দলের সঙ্গে যোগ দেবে৷’ ব্যক্তিগত কারণ দেখিয়ে সিএসকে-র কন্ডিশনিং ক্যাম্পেও যোগ দেননি ভাজ্জি৷ গত শনিবার থেকে দলের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজির তত্ত্বাবধানে শুরু হয়েছিল সিএসকে কন্ডিশনিং ক্যাম্প৷
তবে শুধু হরভজনই নয়, ধোনি-রায়নাদের সঙ্গে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেননি সিএসকে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং পেসার শার্দুল ঠাকুর৷ তবে এঁরা দু’জনেই দলের সঙ্গে দুবাই উড়ে যাবেন৷ কারণ বুধবারই দলের সঙ্গে চেন্নাইয়ে যোগ দিয়েছেন শার্দুল এবং বৃহস্পতিবার যোগ দেওয়ার কথা জাদেজার৷
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে