-
নামিবিয়াকে ১৯১ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ
January 13th, 2018ক্রীড়া ডেস্ক :
সাঈফ-নাঈমের উপর ভর করে বাংলাদেশ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী দিনে নামিবিয়ার বিপক্ষে ১৯০ রান সংগ্রহ করেছে। নিউজিল্যান্ডে আজ শনিবার ভোরে লাল-সবুজের দেশ টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে এ রান করে।এর মধ্যে অধিনায়ক সাইফ হাসান ৪৮ বলে ৮৪ রান করেন। এ রান সংগ্রহ করতে গিয়ে তিনি তিনটি চার ও পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন। অপরদিকে ৪৩ বলে ৬০ রান করেন মোহাম্মদ নাঈম। এছাড়া পিনাক ঘোষ ১৭ বলে করেন ২৬ রান।নামিবিয়ার পেট্রাস বার্গার, দেওয়াল্ড নেল, বেন শিকোঙ্গো ও শন ফুকে একটি করে উইকেট শিকার করেন।
উল্লেখ্য বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ কমিয়ে ২০ ওভারে করা হয়েছে। বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়েছে সকাল আটটা ৩২ মিনিটে।
যুব বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ‘সি’ গ্রুপ প্রতিদ্বন্দ্বিতা করছে। এই গ্রুপে রয়েছে নামিবিয়া, ইংল্যান্ড ও কানাডা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ১৯০/৪ (২০/২০ ওভার)
(পিনাক ঘোষ ২৬, মোহাম্মদ নাঈম ৬০, সাইফ হাসান ৮৪, আফিফ হোসেন ১১, তৌহিদ হৃদয় ০*; পেট্রাস বার্গার ১/৩১, দেওয়াল্ড নেল ১/২২, বেন শিকোনগো ১/৩৬, মরিশিয়াস এনগুপিতা ০/৩০, শন ফুকে ১/৩৫, গারহার্ড লটারিং ০/৩৫)।বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ