-
নারী ফুটবলারদের প্রশিক্ষণ ক্যাম্প বৃহস্পতিবার শুরু
October 7th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৭ অক্টোবর: ‘এএফসি অ-২০ ওমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২ (কোয়ালিফায়ার্স)’ এর খেলা আগামী ১৩ হতে ২১ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত এবং ‘এএফসি অ-১৭ ওমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২ (কোয়ালিফায়ার্স)’ এর খেলা আগামী ০৩ হতে ১১ এপ্রিল ২০২১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উক্ত দুটি আসরে অংশগ্রহণের লক্ষ্যে সীমিত আকারে (কোভিড-১৯ এর কারণে) ৩৩ জন বয়সভিত্তিক মহিলা জাতীয় ফুটবল খেলোয়াড়দের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প আগামী ৮ অক্টোবর বৃহস্পতিবার হতে মতিঝিলস্থ বাফুফে ভবনে শুরু হবে।
উক্ত প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের লক্ষ্যে সংযুক্ত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট খেলোয়াড়গণকে বৃহস্পতিবার বিকেল ৫.০০টায় প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামাদিসহ মতিঝিলস্থ বাফুফে ভবনে প্রধান প্রশিক্ষক গোলাম রব্বানী ছোটনের নিকট রিপোর্ট করতে বলা হয়েছে।
পরবর্তীতে অন্যান্য খেলোয়াড়দেরও প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের জন্য পর্যায়ক্রমে ডাকা হবে।
অনূর্ধ্ব-২০ দলের নামের তালিকা:
নাজমা, শামছুনাহার (বড়), মারিয়া মান্ডা, শামছুনাহার (ছোট), মারজিয়া, সাজেদা খাতুন, তহুরা খাতুন, রুপনা চাকমা, ঋতু পর্না, আনাই মগিনী, আনুচিং মগিনী, মনিকা চাকমা, ইয়াছমিন আক্তার, নীলুফা ইয়াছমিন নীলা, মোছা: সুলতানা জয়রাম, সোহাগী কিসকু, নাছরিন আক্তার ও মোছা: আখি খাতুন।অনূর্ধ্ব-১৭ খেলোয়াড়দের নামের তালিকা:
মিলি আক্তার, হালিমা আক্তার, ইতি খাতুন, মাহফুজা খাতুন, নওশীন জাহান, কোহাতি কিসকু, সপ্না রানী, শাহেদা আক্তার রিফা, সুরমা জান্নাত, সুমি খাতুন, নুসরাত জাহান বূষ্টি, সাথী বিশ্বাস, উন্নতি খাতুন, আফঈদা খন্দকার ও আকলিমা খাতুন।বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে