-
নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশ
March 16th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
কলম্বো, ১৫ মার্চ: নিদাহাস ট্রফির ফাইনাল আগেই নিশ্চিত করেছে ভারত। বাকি ছিল শ্রীলংকা ও বাংলাদেশের মধ্যকার কোন দলটি ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে। তার জন্য অপেক্ষা করতে হয়েছে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ অবধি। তিন খেলায় বাংলাদেশ ও শ্রীলংকার সংগ্রহ ছিল ২ পয়েন্ট করে। তাই রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচটি দাঁড়ায় অঘোষিত সেমিফাইনালে।
সেই অঘোষিত শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে বাংলাদেশ ২ উইকেটে স্বাগতিক শ্রীলংকাকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
শ্রীলংকার করা ১৫৯ রানের জবাবে ওপেনার তামিম ইকবাল ৪২ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫০ রান করে দারুণ সূচনা এনে দেন। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব নিদাহাস ট্রফিতে আজও প্রথম মাঠে নামেন। কিন্তু ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সাকিব। ৯ বলে ৭ রান করে বিদায় নেন তিনি।
এছাড়া সাব্বির ৮ বলে ১৩, মুশফিকুর রহীম ২৫ বলে ২৮, সৌম্য সরকার ১০ বলে ১১ রান করে আউট হন। ৬ নম্বরে ব্যাট করতে নামা মাহমুদুল্লাহ রিয়াদ মাত্র ১৮ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জন্য নিশ্চিত করে মাঠ ছাড়েন।
শেষ ওভারে জয়ের জন্য ১২ রান দরকার ছিল বাংলাদেশের। প্রথম ৪ বলে ৬ রান নেয়া শেষ ২ বলে দরকার পড়ে ৬ রানের। কিন্তু উদানার করা পঞ্চম বলটি এক অসাধারণ শটে ছক্কা হাঁকিয়ে ১ বল বাকি থাকতেই ৮ উইকেটে ১৬০ রান জমা করে বাংলাদেশ। ফলে ২ উইকেটে শ্রীলংকাকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।
লঙ্কান বোলার আকিলা ধনঞ্জয়া নেন ২ উইকেট।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলংকা কুশল মেন্ডিস ও থিসারা পেরেরার অর্ধশত রানের ওপর ভর করে ৭ উইকেটে ১৫৯ রানের স্কোর গড়ে। কুশল মেন্ডিস ৪০ বলে করেন ৬১ রান। থিসারা পেরেরার ব্যাট থেকে আসে ৩৭ বলে ৫৮ রান।
বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ৩৯ রান খরচায় নেন ২ উইকেট।
ম্যাচসেরা হন বিজয়ী দলের মাহমুদুল্লাহ রিয়াদ।
আগামী ১৮ মার্চ ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে