-
নির্বাচন থেকে সরে দাঁড়ালেও বাদল রায়কে বৈধ প্রার্থী ঘোষণা
September 13th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকমঢাকা, ১৩ সেপ্টেম্বর : সাবেক তারকা ফুটবলার বাদল রায় বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও সভাপতি প্রার্থী হিসেবে ব্যালট পেপারে ঠিকই তার নাম থাকছে। রোববার নির্বাচন কমিশন যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে, সেখানে বাদল রায়কে বৈধ প্রার্থী হিসেবেই দেখানো হয়েছে।
প্রধান নির্বাচন কমিশন মেজবাহ উদ্দীন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর সংবাদ সম্মেলনে বলেন, ফিফার রুলস আর বাফুফের নির্বাচনী বিধিমালা অনুযায়ী আমরা বাদল রায়ের নাম বাদ দিতে পারি না।
বাদল রায়ের প্রার্থীতা বহাল থাকায় এখন সভাপতি পদে তিনজন প্রার্থীই থাকলেন। অপর দুইজন হলেন বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও সফিকুল ইসলাম মানিক।
উল্লেখ্য, শনিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রধান নির্বাচন কমিশন মেজবাহ উদ্দীন জানান, বাদল রায় আমাকে ৫টা ১০ মিনিটে ফোন করে বলেছিলেন তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে চান। এর পর বাদল রায়ের আবেদন তার স্ত্রী মাধুরী রায় প্রায় এক ঘণ্টা পর জমা দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের পর আবেদন করায় সেটা গ্রহণ হয়নি। আগামী ৩ অক্টোবর বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ