-
নেইমারকে প্রস্তাবের বিষয় অস্বীকার রিয়াল মাদ্রিদের
July 3rd, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
মাদ্রিদ, ৩ জুলাই: প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে নেইমারকে দলে ভেড়ানোর জন্য রিয়াল মাদ্রিদ ৩১০ মিলিয়ন ইউরো দেয়ার প্রস্তাব দিয়েছে বলে যে সংবাদ বেরিয়েছে তা ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেছে রিয়াল মাদ্রিদ।
সোমবার বিকেলে স্পেনের সরকারি টেলিভিশন স্টেশন টিভিই-তে নেইমারের দল বদলের প্রস্তাবের কথা বলা হয়েছে। খবরটি পরিবেশিত হবার সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানিয়ে রিয়াল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এমন খবর সম্প্রচারের আগে টিভিই তাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। ইউরো চ্যাম্পিয়নদের বিজ্ঞপ্তিতে বলা হয়‘পিএসজিকে বা ওই খেলোয়াড়কে রিয়াল মাদ্রিদেও পক্ষ থেকে কোনো প্রস্তাব দেয়নি।’
বিশ্বকাপের শেষ ষোল’র ম্যাচে নেইমারের ব্রাজিল ২-০ গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই রিপোর্টটি প্রচারিত হয়।
গত বছর বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে যোগ দিয়ে বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ২৬ বছর বয়সি নেইমার। বাসস।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে