-
নেইমারের ইনজুরি নিয়ে শঙ্কায় ব্রাজিল শিবির
June 19th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
সেন্ট পিটার্সবার্গ, ১৯ জুন: বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের লড়াইয়ে ব্যর্থ হয়েছেন নেইমার। ফেব্রুয়ারির পর প্রতিযোগিতামূলক ম্যাচে এদিন মাঠে নেমে তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি তিনি। এর মধ্যে আবার নতুন করে তার ইনজুরি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গতকাল সোমবার অনুশীলন পর্যন্ত করতে পারেননি সেলেকাওদের এই প্রাণভোমরা।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ও এএস জানাচ্ছে, সোমবারের অনুশীলন থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে ড্রেসিংরুমে গেছেন নেইমার। পায়ের যে জায়গায় আঘাত পেয়েছিলেন ঠিক সেখানেই আবার ব্যথা টের পাচ্ছেন তিনি। আবার ইনজুরি ফিরে আসার শঙ্কায় ডাক্তারারও।
রোববার সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে ১০ বার ফাউলের শিকার হন নেইমার। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়কে আটকাতে গত ২০ বছরের মধ্য সর্বোচ্চ ফাউল করে সুইসরা।
নেইমারের পায়ে আবার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, যা নতুন করে আতঙ্ক তৈরি করেছে। যদিও দলের ডাক্তার এবং নেইমার নিজে এনিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেননি।
অনুশীনে ব্যথা টের পাওয়ার পর ব্রাজিলের ‘নাম্বার টেন’ দ্রুতই তার গোড়ালিতে বরফ দিয়ে আবার অনুশীল করতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পারেননি। তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে ড্রেসিংরুমে যেতে হয়। সূত্র: ইন্টারনেটবিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে