শিরোনাম
হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়... প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন হাসান... বারিধারাকে হারিয়ে কিংসের জয়... নিজের সেরাটাই দিতে চান সাইফুদ্দিন... ৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন... প্রথম ধাপের করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ... বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১৩ জানুয়ারি শুরু... বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সময় পরিবর্তন... জার্সি উন্মোচন করলো বাংলাদেশ চেস এরিনা... বসুন্ধরা কিংসের শিরোপা অক্ষুন্ন...
-
নেইমারের সাথে সম্পর্ক ছিন্ন নাইকির
August 30th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
প্যারিস, ৩০ আগস্ট: ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের সাথে সম্পর্ক ছিন্ন করছে বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি। ফলে নাইকির সাথে নেইমারের ১৩ বছরের সম্পর্কের ইতি ঘটলো।
এ মাসেই শেষ হয়ে যাচ্ছে নেইমার-নাইকির সম্পর্ক। নাইকির মুখপাত্র জশ বেনেডেক বলেন, ‘নেইমার এখন আর নাইকির অ্যাথলেট নন।’
এদিকে নেইমারের সাথে চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে আরেক ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠান পুমা।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে