-
নেদারল্যান্ডকে ৯৩ রানে হারিয়েছে আয়ারল্যান্ড
March 4th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
হারারে, ৪ মার্চ: ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে গ্রুপ ‘এ’র বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ড ডি/এল মেথডে ৯৩ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে নেদারল্যান্ডকে।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৬৮ রান করে আয়ারল্যান্ড। বালবিরনি সর্বোচ্চ ৬৮ রান করেন। এছাড়া নেল ও’ ব্রায়েন ৪৯, পোর্টারফিল্ড ৪৭, জয়সি ৩২ ও স্টারলিং-এর ব্যাট থেকে আসে ২০ রান।
নেদারল্যান্ডের ভেন ডার গাগটেন একাই শিকার করেন ৩ উইকেট।
এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি থামলে ডি/এল মেথডে আম্পায়াররা নেদারল্যান্ডকে জয়ের ৪১ ওভারে ২৪৩ রানের নতুন টার্গেট দেয়।
আয়ারল্যান্ডের বোলারদের মারাত্মক বোলিংয়ে ৩২.২ ওভারে ১৪৯ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডের ইনিংস। ফলে ৯৩ রানে জিতে যায় আয়ারল্যান্ড।
নেদারল্যান্ডের ভেন ডার গাগটেন ৩৩, এডওয়ার্ড ২৬, ডয়েসচেট ২১ এবং কুপার ১৯ রান করতে সক্ষম হয়।
আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে টিম মুরতাগ একাই শিকার করেন ৩ উইকেট। এছাড়া ম্যাক কার্থি, র্যানকিন এবং কেভিন ও’ ব্রায়েন দুটি করে উইকেট নেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে