-
নেপালের কাছে হেরে ফাইনালে অনিশ্চিত বাংলাদেশ
August 27th, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
কল্যাণী (পশ্চিমবঙ্গ), ২৭ আগস্ট: সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় খেলায় নেপালের কাছে ৪-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। এর ফলে ফাইনালে খেলা অনেকটা অনিশ্চিত হয়ে পড়লো তাদের।
এ আসরে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছেছে স্বাগতিক ভারত। আজ ভারত তাদের তৃতীয় খেলায় ৫-০ গোলে পরাজিত করেছে শ্রীলংকাকে। ফলে ৩ খেলায় ৯ পয়েন্ট সংগ্রহে ফাইনাল নিশ্চিত হয় ভারতের।
প্রথম দুই ম্যাচ জিতলেও তৃতীয় ম্যাচে এসে হিমালয়কন্যা নেপালের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশ। বাংলাদেশের খেলা বাকি শক্তিশালী ভারতের বিপক্ষে। অপরদিকে নেপালের খেলা বাকি দুর্বল ভুটানের বিপক্ষে। এমন সমীকরণে ফাইনালে যেতে হলে বাংলাদেশকে ভারতের বিপক্ষে জিততেই হবে। নেপাল ভুটানকে হারালে বাংলাদেশ ভারতের সাথে ড্র বা হারলেই ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে লাল-সবুজ পতাকাধারীদের। যদি নেপাল ভুটানের সাথে ড্র করে তাহলে বাংলাদেশ ভারতের সাথে ড্র করলেও ফাইনালে খেলার সুযোগ পাবে।
আজ নেপালের বিপক্ষে প্রথমার্ধে সমানতালে লড়াই চালিয়ে যায়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অর্থাৎ ৪৫+২ মিনিটে কৃষান অধিকারী যাদবের গোলে প্রথমার্ধে ১-০তে এগিয়ে থাকে নেপাল।
৫২ মিনিটে সুগান জিমির গোলে ব্যবধান দ্বিগুণ করেন নেপাল (২-০)। ৭৯ মিনিটে বাংলাদেশের ১০নং জার্সিধারী স্ট্রাইকার আল আমিন রহমান গোল করে ব্যবধান কমান (১-২)।
৮৪ মিনিটে প্রদীপ লামসাল বাংলাদেশের জালে বল পাঠালে ৩-১এ লিড নেয় নেপাল। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন কৃষান অধিকারী যাদব। সেই সাথে বাংলাদেশকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে খেলার রাস্তা অনেকটা সহজ করে রাখে নেপাল।
৩ খেলায় ৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল। অপরদিকে সমসংখ্যক খেলায় সমান ৬ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।
আগামি ২৯ আগস্ট নেপাল ভুটানের বিপক্ষে এবং বাংলাদেশ ভারতের বিপক্ষে মাঠে নামবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে