-
নেপালের বিপক্ষে ড্র করলেই সেমিতে বাংলাদেশ
September 8th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৮ সেপ্টেম্বর: সাফ সুজুকি কাপে গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। আজ দিনের প্রথম খেলায় পাকিস্তান ৩-০ গোলে ভুটানকে পরাজিত করায় তিন খেলায় ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় তাদের।
পাকিস্তান ভুটানকে পরাজিত করায় এই গ্রুপ থেকে স্বাগতিক বাংলাদেশকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে আজ দ্বিতীয় খেলায় নেপালের বিপক্ষে ড্র করলেই চলবে। অর্থাৎ নেপালের সাথে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমির টিকিট পাবে বাংলাদেশ। আর জিতলে তো কথাই নেই। আর গ্রুপ রানার্স আপ হিসেবে সেমির টিকিট পাবে পাকিস্তান। সেক্ষেত্রে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে নেপালকে।
অপরদিকে নেপালকে সেমিফাইনালের টিকিট পেতে হলে বাংলাদেশের বিপক্ষে অবশ্যই জয় পেতে হবে। যদি নেপাল জয় পায় তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নেপাল সেমির টিকিট পাবে। গ্রুপ রানার্স আপ হিসেবে সেমির টিকিট পাবে পাকিস্তান।
এর ফলে গ্রুপ পর্বে থেকেই বিদায় ঘণ্টা বাজবে স্বাগতিকদের।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে