-
নেপালে বারিধারা ও সুধারপশচিম আজ মুখোমুখি
January 26th, 2018ক্রীড়া ডেস্ক, বিডিস্পোর্টস২৪ ডটকম
পোখরা, ২৭ জানুয়ারি : নেপালের অন্যতম পযটননগরী পোখরায় আরা রারা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আজ শনিবার উত্তর বারিধারা ক্লাব ও সুধারপশচিম একাদশ স্পোর্টিং ক্লাব মুখোমুখি হচ্ছে।নেপালের স্থানীয় সময় দুপুর আড়াইটায় সাহারা পোখরা ফুটবল স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। এ আসরের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের এই দলটি সরাসরি অংশ নিচ্ছে।
এ টুর্নামেন্টে অংশ নিতে শুক্রবার বিকেলে পোখরায় পৌঁছুছে উত্তর বারিধারা ক্লাব। দলটি ঢাকা থেকে গিয়েই ৪৫ মিনিটের অনুশীলন সেরে স্থানীয় আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেবার চেষ্টা করে। সেখানে বর্তমানে -১০ ডিগ্রি সেলসিয়াল বিরাজ করছে।
অরফান ফুটবল একাডেমির সাহায্যার্থে পোখরা সাহারা ক্লাবের ব্যবস্থাপনায় ২৪ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১৬তম আরা রারা গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে বাংলাদেশ, ভুটান, ভারত ও স্বাগতিক নেপালসহ মোট ১২টি ক্লাব অংশগ্রহণ করছে। আজ শনিবার এ তথ্য জানিয়েছেন উত্তর বারিধারা ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ