-
নেশন্স লিগ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরল ইউরোপ
September 4th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
প্যারিস, ৪ সেপ্টেম্বর: করোনা মহামারির কারণে বন্ধ হয়ে যাওয়া আন্তর্জাতিক ফুটবল আবার মাঠে ফিরেছে। বৃহস্পতিবার উয়েফা নেশন্স লিগ দিয়ে দীর্ঘ প্রায় ১০ মাস পর ফের মাঠে গড়াল আন্তর্জাতিক ফুটবল।
বৃহস্পতিবার বিভিন্ন গ্রুপের বেশ কিছু ম্যাচ ইউরোপের বিভিন্ন ভেন্যুতে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী দিনেই উত্তাপ ছড়িয়েছে জার্মানি ও স্পেন। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। স্টুটগার্ডে অনুষ্ঠিত লিগ এ -এর গ্রুপ ফোরের ম্যাচের দ্বিতীয়ার্ধে হয়েছে গোল দুটি।
লভিভে অনুষ্ঠিত গ্রুপের আরেক ম্যাচে ইউক্রেন ২-১ গোলে হারিয়েছে সুইডেনকে।
সিভাসে লিগ বি এর গ্রুপ থ্রির ম্যাচে স্বাগতিক তুরস্কের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে সফরকারী হাঙ্গেরি।
মস্কোতে স্বাগতিক রাশিয়ার কাছে ৩-১ গোলে হার মানে সার্বিয়া। সোফিয়ায় গ্রুপ ফোরের ম্যাচে স্বাগতিক বুলগেরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আয়্যারল্যান্ড। হেলসিঙ্কিতে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ফিনল্যান্ডকে ০-১ গোলে হারিয়েছে ওয়েলস।
এদিকে ইতালির পারমায় লিগ সি এর গ্রুপ থ্রির ম্যাচে ১-১ গোলে ড্র করেছে মলদোভা ও কসোভো। লিউব্লিয়ানাতে স্লোভানিয়া গোলশূন্য ড্র করেছে গ্রিসের বিপক্ষে।
রিগায় লিগ ডি এর গ্রুপ ওয়ানের ম্যাচে গোলশূন্য ড্র করেছে লাটভিয়া ও এন্ডোরা। এছাড়া টোরশাবনে ফারাও আইল্যান্ড ৩-২ গোলে হারিয়েছে মাল্টাকে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে