-
নয় বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে লিভারপুল
March 7th, 2018ক্রীড়া ডেস্ক, বিডিস্পোর্টস২৪ ডটকম
৭ মার্চ ২০১৮ : ইংলিশ প্রিমিয়ার লিগের সারা জাগানিয়া লিভারপুল অবশেষে নয় বছর পর আবারো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে।মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে ঘরের মাঠে তারা পোর্তোর বিপক্ষে গোলশূন্য ড্র করে এ কৃতিত্ব অর্জন করে। অবশ্য প্রথম লেগে পোর্তোর মাঠে ৫-০ গোলের জয়ই লিভারপুলকে শেষ আটে পৌঁছে দিতে অনেকখানি এগিয়ে রেখেছিল। সেই জয়ে মোটামুটি নিশ্চিত ছিল তাদের কোয়াটার ফাইনাল। ফলে ২০০৯ সালের পর পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে উঠলো লিভারপুল।
মাঠে বল গড়ানোর পর থেকেই লিভারপুলের নিয়ন্ত্রণে ছিল। ফলে প্রতিপক্ষকে তারা মোটেও চড়াও হয়ে খেলার সুযোগ দেয়নি। লিভারপুল প্রথমার্ধে টানা ৩টি গোলমুখি সম্ভাব্য গোলের শট নিয়েও কাজে লাগাতে পারেনি।দলের সাদিও মানে-ফরমিনোরা সুযোগ হাত ছাড়া করেন। অন্যদিকে পোর্তোর একটি শট রুখে দেন লিভারপুলের গোলকিপার কারিউস। যার কারণে প্রথমার্ধে দুই দলই গোল বঞ্চিত হয়।
মোহাম্মদ সালাহ ৭৪ মিনিটে মানের পরিবর্তে মাঠে নেমেও ওই দিন বেশি সুযোগ তৈরি করতে পারেননি। সালাহর ৮৩ মিনিটে ফাঁকায় বল পেয়ে একটি দারুণ শট করলেও গোলবারের বাইরে দিয়ে চলে যায়। পোর্তো পারেনি সম্ভাব্য তেমন কোনো গোলেন সুযোগ তৈরি করতে। ফলে দ্বিতীয়ার্ধে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হলেও কোন দলই ব্যবধান গড়তে পারেনি। যে কারণে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় লিভারপুল-পোর্তোকে।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ