-
পঞ্চম জয়ে পঞ্চম স্থানে খেলাঘর
March 12th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১২ মার্চ: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজেদের নবম ম্যাচে পঞ্চম জয়ের দেখা পেয়েছে। আজ তারা ৬ উইকেটে পরাজিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শেখ জামাল খেলাঘরের তানভীর ইসলাম ও আনজুম আহমেদের মারাত্মক বোলিংয়ে ৪৮ ওভারে ১৬৭ রানে গুটিয়ে যায় শেখ জামালের ইনিংস।
শেখ জামালের পক্ষে তানবীর হায়দার সর্বোচ্চ ৫২ রান করেন। এছাড়া সৈকত আলী ২৪ ও আল-আমিনের ব্যাট থেকে আসে ২০ রান।
খেলাঘরের তানভীর ইসলাম ৩০ রান খরচায় একাই শিকার করেন ৪ উইকেট। এছাড়া আনজুম আহমেদ ১৬ রানের বিনিময়ে তিনটি, মইনুল ইসলাম ৩২ রানে ২টি এবং মাসুম খান ১২ রান খরচায় নেন ১ উইকেট।
১৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে অশোক মেনারিয়ার অপ: ৫৮ রানের কল্যাণে ৪০ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান স্কোরবোর্ডে জমা করে খেলাঘর। ফলে ৬ রানে জিতে যায় তারা। রাফসান আল মাহমুদ ৪৯, ওপেনার রবিউল ইসলাম রবি ৩৪ এবং উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অংকনের ব্যাট থেকে আসে ১৪ রান।
ম্যাচসেরা হন খেলাঘরের হয়ে ৪ উইকেট নেয়া তানভীর ইসলাম।
এ ম্যাচ জেতায় ৯ খেলায় খেলাঘরের সংগ্রহ ১০ পয়েন্ট। আর অবস্থান পঞ্চম। অপরদিকে সমসংখ্যক ম্যাচে শেখ জামালের সংগ্রহ ৮। আর অবস্থান নবম।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে