পরলোকে সাবেক অসি ক্রিকেটার ডিন জোন্স – BD Sports 24
 • পরলোকে সাবেক অসি ক্রিকেটার ডিন জোন্স

  September 24th, 2020

  স্পোর্টস ডেস্ক

  বিডিস্পোর্টস২৪ ডটকম

  মুম্বাই, ২৪ সেপ্টেম্বর: সাবেক অসি ক্রিকেটার ডিন জোন্স পরলোকগমন করেছেন। ৫৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিংবদন্তি এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং ধারাভাষ্যকার।

   

  আইপিএলে টেলিভিশনের ধারাভাষ্যকর হিসেবে কাজ করতে মুম্বাইয়ে ছিলেন সাবেক এই অসি ব্যাটসম্যান৷ জোন্স স্টার স্পোর্টস কমেন্টারি টিমের অংশ ছিলেন৷ মুম্বাইয়ের একটি সাত তাঁরা হোটেলে বায়ো-সুরক্ষিত বুদবুদে ছিলেন৷ বৃহস্পতিবার সকালে তাঁর সহকর্মী ব্রেট লি ও নিখিল চোপড়ার সঙ্গে ব্রেকফাস্টও করেন৷ হোটেলের লবিতে ক্রিকেট নিয়ে আলোচনা করার সময় তাঁর হার্ট অ্যাটাক হয়৷ তাঁকে সিপিআর দেওয়ার চেষ্টা করা হয়েছিল৷ তবে তা ব্যর্থ হয়৷

   

  স্টার স্পোর্টসের মাধ্যমে আইপিএলের সম্প্রচারের হোস্ট স্টার ইন্ডিয়া জানিয়েছে, ‘অত্যন্ত দুঃখের সাথে আমরা মিঃ ডিন মেরভিন জোনস এএম মারা যাওয়ার সংবাদটি শেয়ার করি৷ হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে তাঁর মৃত্যু হয়৷ আমরা তাঁর পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং এই কঠিন সময়ে তাদের সমর্থন করার জন্য প্রস্তুত আছি৷ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অস্ট্রেলিয়ান হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করছি৷’

   

  বিবৃতিতে আরও বলা হয়, ‘তিনি একজন চ্যাম্পিয়ন ভাষ্যকার ছিলেন৷ যার উপস্থিতি এবং গেমটির উপস্থাপনা লক্ষ লক্ষ ভক্তদের কাছে সর্বদা আনন্দ এনে দেয়৷ স্টার এবং তাঁর লক্ষ লক্ষ ভক্ত বিশ্বজুড়ে রয়েছে৷ তাঁকে আমরা সবাই খুব মিস করব৷’

   

  জোন্স অস্ট্রেলিয়ার হয়ে ৫২টি টেস্ট খেলেছেন৷ ১১টি সেঞ্চুরির সাহায্যে ৩৬৩১ রান করেছেন৷ গড় ৪৬.৫৫৷ ১৯৮৬ সালের ভারতের বিরুদ্ধে টাই টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন এই অসি ব্যাটসম্যান৷ এছাড়া অস্ট্রেলিয়ার হয়ে ১৬৪টি ওয়ানডে খেলেছেন। ৪৪টি সেঞ্চুরিসহ ৬০৬৮ রান করেছেন৷ গড় ৪৪.৬১৷ ইডেনে ১৯৮৭ বিশ্বকাপজয়ী অ্যালান বর্ডারের দলের অন্যতম সদস্য ছিলেন জোন্স৷

   

  আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল ১৯৮৪ সালে৷ আর ১৯৯৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন৷ তারপর থেকে তিনি ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকার হিসেবে পরিচিত ছিলেন৷

   

  তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইটারে লেখেন, ‘ডিন জোনসের মৃত্যুর খবর শুনে হতবাক৷ তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি শক্তি ও সাহসের জন্য প্রার্থনা করি৷’

   

  টুইটারে শোক প্রকাশ করেন টিম ইন্ডিয়ার কোচ তথা এক সময় তাঁর ধারাভাষ্যকার হিসেবে সহকর্মী রবি শাস্ত্রী৷ তিনি লেখেন, ‘এক সহকর্মী এবং প্রিয় বন্ধু ডিন জোন্সকে হারিয়ে সত্যিই হতবাক৷ এতো অল্প বয়সে চলে গেল৷ পরিবারের প্রতি সমবেদনা এবং ওর আত্মার শান্তি কামনা করি৷’

   

  বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে


অতিথি কলাম

সাক্ষাৎকার

স্পোর্টস ফ্যাশন


প্রবাসী তারকা

  No posts here...

জেলা ক্রীড়া সংস্থা

বিভাগীয় ক্রীড়া সংস্থা

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


ক্রীড়া সাহিত্য

ব্যাডমিন্টন

আরচ্যারি

গল্‌ফ

ভারোত্তোলন

মহিলা ক্রীড়া সংস্থা

  No posts here...