-
পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে ভারত
January 30th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ক্রাইস্টচার্চ, ৩০ জানুয়ারি: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে ওঠেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। ভারতের কাছে বলতে গেলে পাত্তাই পায়নি পাকিস্তান। আজ ক্রাইস্টচার্চে প্রথম সেমিফাইনালে ভারত ২০৩ রানের বিশাল ব্যবধানে পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে ওঠেছে।
টস জেতার পাশাপাশি এদিন ম্যাচও জিতে নিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৭২ রানের স্কোর গড়ে ভারত। ভারতের হয়ে ওয়ানডাউনে নামা ব্যাটসম্যান সুবমান গিল ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৯৪ বলে ৭ বাউন্ডারিতে ওই রান করেন গিল।
এছাড়া পৃথ্বি সাউ ৪১, মানজত কালরা ৪৭ ও অনুকূল রয় ৩৩ রান করেন। পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ মুসা একাই শিকার করেন ৪ উইকেট। আরশাদ ইকবাল নেন ৩ উইকেট।
২৭৩ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তানের ইনিংস ২৯.৩ ওভারে মাত্র ৬৯ রানে গুটিয়ে যায়। ফলে ২০৩ রানের বিশাল ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে ভারত। ভারতীয় বোলারদের দাপটে পাকিস্তানের মাত্র তিন ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌঁছাতে সক্ষম হন। রোহাইল নজির ১৮, সাদ খান ১৫ ও মোহাম্মদ মুসা অপ: ১১ রান করেন। ভারতের বোলারদের মধ্যে ইহসান পোরেল ৪টি, সিভা সিং ও রিয়ান পরাগ দুটি করে উইকেট নেন।
ম্যাচসেরা হন ভারতের সুবমান গিল।
আগামী ৩ ফেব্রুয়ারি মাউন্ট ম্যাঙ্গানুইয়ে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত। বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে খেলাটি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে