-
পাকিস্তানকে ১০ উইকেটে গুড়িয়ে ফাইনালে ভারত
February 4th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
পচেফস্ট্রম, ৪ ফেব্রুয়ারি: প্রথম সেমিফাইনালে চিরশত্রু পাকিস্তানকে ১০ উইকেটে পরাজিত করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে পৌঁছে চারবারের চ্যাম্পিয়ন ভারত।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান ৪৩.১ ওভার মোকাবেলায় ১৭২ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান যশস্বী জসওয়াল ও দিব্যাংশ সাক্সেনা মাত্র ৩৫.২ ওভার মোকাবেলায় ১৭৬ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়লে ১০ উইকেটে পাকিস্তানকে বিধ্বস্ত করে ফাইনালে পা রাখে ভারত।
যশস্বী জসওয়াল ১১৩ বলে ৮ বাউন্ডারি ও ৪ ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন। দিব্যাংশ সাক্সেনা ৬টি চারের সাহায্যে ৯৯ বলে ৫৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
ম্যাচসেরা হন ভারতীয় ওপেনার যশস্বী জসওয়াল। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ী দলের সাথে আগামি ৯ ফেব্রুয়ারি রো্ববার ফাইনালে মুখোমুখি হবে ভারত।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে