-
পাকিস্তানের নতুন ফিল্ডিং কোচ ব্র্যাডবার্ন
September 7th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
লাহোর, ৭ সেপ্টেম্বর: নিউজিল্যান্ডের গ্রান্ট ব্র্যাডবার্নকে দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের চুক্তির মেয়াদ না বাড়ানো স্টিভ রিক্সনের স্থলাভিষিক্ত হচ্ছেন ব্র্যাডবার্ন।
স্কটল্যান্ড দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা নিউজিল্যান্ডের সাবেক এ অলরাউন্ডারকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে পিসিবি। তবে আলোচনা সাপেক্ষে চুক্তির মেয়াদ পরবর্তীতে বাড়ানো হতে পারে।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আসন্ন এশিয়া কাপে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন ব্র্যাডবার্ন।
নবনিযুক্ত এ ফিল্ডিং কোচ বলেন, ‘পাকিস্তান ক্রিকেট দল এবং তাদের উচ্চমানের কোচিং স্টাফের সঙ্গে যোগ দিতে পারাটা অনেক বড় সম্মানের। প্রধান কোচ মিকি আর্থারের অধীনে পাকিস্তান দলের উন্নতি আমি দেখেছি এবং পূর্ণ সদস্য একটি শীর্ষস্থানীয় দলের সঙ্গে কাজ করা সত্যিই বড় সুবিধা।’
ব্র্যাডবার্নের অধীনে গত জুনে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ঐতিহাসিক জয় পায় স্কটল্যান্ড।
ব্র্যাডবার্নের চার বছরের কোচিং আমলে স্কটল্যান্ড সবচেয়ে সাফল্য লাভ করে। ২০১৬ সালে হংকং-এর বিপক্ষে জয়ী হয়ে প্রথমবারের মতো আইসিসির একটি ইভেন্টের শিরোপা জয় করে স্কটিশরা। এ ছাড়া গতবছর টেস্ট খেলুড়ে দেশ হিসেবে গতবছর জিম্বাবুয়ের বিপক্ষেও প্রথম ওয়ানডে ম্যাচ জিতে নেয় স্কটল্যান্ড। বাসস।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে